শহীদ সালাম বরকত হলের পুনর্মিলনী ১৫ মে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম বরকত হলের দ্বিতীয় পুনর্মিলনী আগামী ১৫ মে অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার সকালে পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক মো. ফজলে রাব্বী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এ হলটি ৫২’র ভাষা আন্দোলনে শহীদ সালাম ও বরকতের নামে করা হয়। ২০০৮ সালে এ হলের শিক্ষার্থীদের নিয়ে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এরই মধ্যেই সাবেক শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভূগোল ও পরিবেশ বিভাগের ৩৮তম ব্যাচের শিক্ষার্থী মো. ফজলে রাব্বীকে আহ্বায়ক করে একটি পুনর্মিলনী আয়োজক কমিটি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে পুনর্মিলনীর রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্যের জন্য নিচের মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
১. মো. ফজলে রাব্বী (০১৭১৭৮৫২৫৯২)
২. আসাদুজ্জামান শুভ (০১৭২৩২৪৯৪৫৯)