কালিহাতীতে ঈদের দিন ট্রাকের ধাক্কায় দুজন নিহত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানে থাকা দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।
আজ বুধবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, বাসাইল থেকে পিকআপ ভ্যানে ১৫ জন কিশোর সল্লা যাচ্ছিল। পেছন থেকে একটি ট্রাক ওই পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপ খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই আলিফ নামের এক কিশোর মারা যায়। হাসপাতালে নেওয়ার পর চালক সজীব মারা যায়।