পাবনায় বিজ্ঞানবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনায় বিজ্ঞানবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে ১০টি স্কুলের অংশগ্রহণে প্রাণবন্ত এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দৈনিক সমকাল এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের উদ্যোগে ‘বিজ্ঞান নিয়ে কথা বলি, জীবন গড়ি’ স্লোগানে এ বিতর্ক প্রতিযোগিতায় পাবনা জিলা স্কুল চ্যাম্পিয়ন এবং পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ হয়। পাবনা জিলা স্কুলের মো. বরকত উল্লাহ সাম্য শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়। পাবনা জিলা স্কুল পরবর্তী রাউন্ডে রাজশাহী বিভাগীয় আসরে অংশ নেবে।
অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন পাবনা জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নু। তিনি সকাল ৯টায় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
সমকালের পাবনার নিজস্ব প্রতিবেদক এ বি এম ফজলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও ভাষাসৈনিক এম আনোয়ারুল হক, পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ সরকারি শহীদ বুলবুল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শিবজিৎ নাগ, শহীদ সাধন সংগীত মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও দৈনিক জোড়বাংলার সম্পাদক আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সম্পাদক আহমেদ উল হক রানা, সাবেক সহসভাপতি আখতারুজ্জামান আখতার, এসিআই সল্টের টেরিটরি ম্যানেজার মোরশেদ আলী, বাংলাদেশ সাংবাদিক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস এম আলাউদ্দিন, যমুনা টেলিভিশনের পাবনা প্রতিনিধি কবি ছিফাত রহমান সনম, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, দ্য বাংলাদেশ টুডের প্রতিনিধি আবদুল হামিদ খান, নতুন চোখ সম্পাদক ও প্রকাশক এস এম আলম, সাংবাদিক ও মানবাধিকারকর্মী সালাহ উদ্দিন আহমেদ, স্কয়ার হাইস্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আকমল হোসেন, পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মেহের সুলতানা, পাবনা কলেক্টরেট পাবলিক স্কুলের স্কুলের শিক্ষক শামছুল আলম।
এ ছাড়া সমকাল সুহৃদ সমাবেশের সদস্য মাহবুবা কাজল, রোকসানা ইসলাম ময়না, মো. তৌহিদুল ইসলাম, মো. ইমরান হাসান, মো. পিয়াল খান, মো. ইসরাফিল হোসেন, এ বি এম ফারিব রহমান, এ বি এম ফাইজ রহমান, জাদিদ ইসলাম, সুদাদ আখতার, মো. বাদল, জালাল মিয়া প্রমুখ উপস্থিত থেকে সহায়তা করেন।
বিতর্ক অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন প্রবীণ সাংবাদিক ও ভাষাসৈনিক এম আনোয়ারুল হক, পাবনার শহীদ সাধন সংগীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দৈনিক জোড়বাংলার সম্পাদক আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সম্পাদক আহমেদ উল হক রানা, পাবনা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আখতারুজ্জামান আখতার। অনুষ্ঠান পরিচালনা করেন পাবনা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি কামাল আহমেদ সিদ্দিকী।