৮ হাজার ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ এসআই আটক
আট হাজার পিস ইয়াবা বড়ি ও দুই কেজি গাঁজাসহ ঠাকুরগাঁও কোর্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন প্রামাণিক ও পীরগঞ্জ থানার ঝাড়ুদার মানিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার দুপুরে পীরগঞ্জ থানার একটি পরিত্যক্ত কোয়ার্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার একটি কোয়ার্টারে অভিযান চালিয়ে ঠাকুরগাঁও কোর্টে পুলিশের এসআই হেলাল ও পীরগঞ্জ থানার ঝাড়ুদার মানিককে মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক করে গোয়েন্দা পুলিশ। তারা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। এসআই হেলালকে আটকের পর পীরগঞ্জ থানায় নেওয়া হয়। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ।
ঠাকুরগাঁও জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআই হেলালের বাসা থেকে আট হাজার পিস ইয়াবাসহ তাঁকে ও তাঁর সহযোগী মানিককে আটক করা করা হয়েছে। এখনো অভিযান চলছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরো মাদক উদ্ধার হতে পারে।