ভারত যাওয়ার পথে পুটখালী সীমান্তে আটক ২৮
যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ ২৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।
২৩ বিজিবির পুটখালী ক্যাম্পের কমান্ডার শফিউদ্দিন বলেন, আটক ব্যক্তিদের বেশির ভাগ কাজের সন্ধানে ভারত যাচ্ছিল। আটকের পর তাদের বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়।
শফিউদ্দিন বলেন, অবৈধভাবে বিপুলসংখ্যক লোক পুটখালী সীমান্ত দিয়ে ভারতে যাচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালায় বিজিবি। এ সময় ১৪ নারী, ছয় শিশু ও আটজন পুরুষকে আটক করা হয়। তিনি বলেন, আটক ব্যক্তিদের বাড়ি নড়াইল ও বাগেরহাট জেলা শহরে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করা হয়েছে।