জাবিতে আলোকচিত্র প্রদর্শনী ‘কালারস অব লাইফ-২’
বাংলা নববর্ষ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘কালারস অব লাইফ-২’ নামে চার দিনব্যাপী এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (জেইউপিএস)।
আলোকচিত্র প্রদর্শনীটি পয়লা বৈশাখ (১৪ এপ্রিল) মঙ্গলবার শুরু হয়ে চলবে ৪ বৈশাখ (১৭ এপ্রিল) শুক্রবার পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি। সারা দেশ থেকে নির্বাচিত ৭০টি আলোকচিত্র এ প্রদর্শনীতে স্থান পাবে।
আজ সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের জীবনযাত্রা, উৎসব এবং সংস্কৃতিকে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরাই প্রদর্শনীর মূল লক্ষ্য। আলোকচিত্রীরা সাধারণত জীবনের মাঝে ছবি খোঁজেন। এবারের আয়োজনে ছবির মধ্যে সেই জীবনকেই খুঁজে পাওয়ার প্রয়াস আছে।
সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
প্রদর্শনী চলাকালীন প্রতিদিনই থাকবে ফটো আড্ডা, ফটো সমালোচনা এবং আলোকচিত্র বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী। নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ও পুরস্কার বিতরণীর মাধ্যমে আগামী শুক্রবার শেষ হবে এ প্রদর্শনী। বিচারকদের রায়ে মোট পাঁচজন আলোকচিত্রী পাবেন ‘সেরা পাঁচ’-এর পুরস্কার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী আনোয়ার হুসাইন।
প্রদর্শনীতে স্থান পাওয়া ৭০টি ছবি নির্বাচনে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন আলোকচিত্রী রাকিবুল হাসান ও জামশেদ কিশোর। উপযুক্ত মূল্য পরিশোধের মাধ্যমে প্রদর্শনীতে স্থান পাওয়া আলোকচিত্র কিনতে পারবেন দর্শনার্থীরা।
এর আগে গত বছর পয়লা বৈশাখে ‘কালারস অব লাইফ’ শিরোনামে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল সংগঠনটি।