সিফাত হত্যার বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্দশ ব্যাচের শিক্ষার্থী ওয়াহিদা সিফাতের হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে আবারও মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে এ কর্মসূচি পালিত হয়।
ওয়াহিদা সিফাতের সহপাঠী গোলাম রাব্বানীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক তানভীর আহমেদ, সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে, সহযোগী অধ্যাপক মো. মশিহুর রহমান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এম মিজানুর রহমান রানা প্রমুখ।
অধ্যাপক তানভীর আহমেদ এ সময় বলেন, ‘সিফাতের শ্বশুরবাড়ি প্রভাবশালী হওয়ায় তারা এ হত্যাকাণ্ডের মোড় অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত রাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আন্দোলন চালিয়ে যাবে।’ এ সময় তিনি মানবাধিকার সংগঠনগুলোকেও এ ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান।
মানববন্ধনে প্রদীপ কুমার পাণ্ডে বলেন, ‘ন্যায়বিচারের স্বার্থে আমরা ওয়াহিদা সিফাত হত্যার সুষ্ঠু তদন্ত দাবি করছি।’
গত ২৯ মার্চ রাতে রাজশাহী নগরের মহিষবাথান এলাকায় শ্বশুরবাড়িতে রহস্যজনক মৃত্যু হয় সিফাতের। ঘটনার চারদিন পর সিফাতের চাচা মিজানুর রহমান খন্দকার বাদী হয়ে যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যার অভিযোগ এনে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা করেন। মামলায় সিফাতের স্বামী মোহাম্মদ আসিফ প্রিসলী, তাঁর শ্বশুর অ্যাডভোকেট মোহাম্মদ আলী রমজান ও শাশুড়ি নাজমুন নাহারকে আসামি করা হয়েছে। এ মামলায় সিফাতের স্বামী আসিফের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলা দায়েরের পর থেকে সিফাতের শ্বশুর ও শাশুড়ি আত্মগোপনে রয়েছেন।