বন্যা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ : ড. মোশাররফ
যথাসময়ে পদক্ষেপ না নেওয়ায় বন্যা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ রোববার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. মোশাররফ বলেন, ‘বন্যার আগেই ভারতের সাথে কথা বলে বাংলাদেশের উজানের গেইটগুলো নিয়ন্ত্রণ করা যেত। কিন্তু সরকার তা করতে পারেনি। একেবারে গেইটগুলো ছেড়ে যাওয়াতে আজকের বন্যা। এটা সরকারের প্রথম ব্যর্থতা ছিল।
এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয়। এ কারণে জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। বন্যার সময় প্রধানমন্ত্রী লন্ডনে অবস্থান করছেন। আমার মনে হয় সরকারও এটাকে গুরুত্ব দিচ্ছে না। পর্যাপ্ত কোনো ত্রাণ বন্যার্ত এলাকায় পৌঁছেছে বলে আমরা খবর পাচ্ছি না। তাদের নেতাকর্মীরাও সেভাবে জনগণের পাশে থাকছে না।’
ড. মোশাররফ বলেন, ‘আমিও স্বাস্থ্যমন্ত্রী পাঁচ বছর ছিলাম। ডেঙ্গু দেশে ছিল। কিন্তু ডেঙ্গু এ ধরনের আকার ধারণ করে নাই। সময় মতো আমরা সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি এবং এটা সম্ভব। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেখেন কতজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং কতজন মারা গেছেন। আর এই বার কী অবস্থা হচ্ছে। অবশ্যই সরকারের এখানে গাফিলতি আছে। প্রথম দিকে ঢাকার দুজন মেয়র তাঁরা তাঁদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য এ সমস্যা পাশ কাটিয়ে গেছেন। আজকে যখন এটা মহামারী আকার ধারণ করেছে তখন আর কারো কথা নাই। এটা সরকারের ব্যর্থতা। এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণ করা যায়। এই সরকার এটা করে নাই। গুরুত্বও দেয় নাই।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল মাহমুদ টুকু, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ।