বাঁকানো পর্দার এলজি ভোল্ট
টিভির পর্দা বেঁকে গেছে আগেই। এবার স্মার্টফোনেও চলে এসেছে বাঁকানো পর্দা। গত বুধবার বাঁকানো পর্দার স্মার্টফোন এলজি ভোল্ট বাজারে ছেড়েছে প্রযুক্তি পণ্য নির্মাতা দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান এলজি।
ভোল্টের রয়েছে কোয়াড কোর ১.২ গিগাহার্জের ৬৪ বিট স্ন্যাপড্রাগন ৪১০ প্রসেসর। একক সিমচালিত এলজি ভোল্ট ফোনটি চলবে অ্যানড্রয়েড অপারেটিংয়ের ৪.৪.২ কিটক্যাট ভার্সনে।
এতে রয়েছে আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ ৪.৭ ইঞ্চি পর্দা (৭২০x১২৮০ পিক্সেল) । ৩১২পিপিআই পিক্সেল ঘনত্বের ডিসপ্লেটি একটু বাঁকানো। এটাই এই মডেলকে অন্যান্য স্মার্টফোন থেকে আলাদা করেছে। পর্দার সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস টু।
১ জিবি র্যামের ফোনটিতে ছবি তোলার জন্য রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা রয়েছে ১ মেগাপিক্সেলের। বিল্টইন স্টোরেজ ৮ জিবি এবং ৩২ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে।
কানেক্টিভিটির জন্য রয়েছে ফোরজি, ওয়াই ফাই, ব্লুটুথ ৪.১, জিপিএস/এ-জিপিএস এবং মাইক্রো ইউএসবি। মাত্র ১১৯ গ্রাম ওজনের সেটটিতে রয়েছে ২১০০ এমএএইচের রিমুভেবল ব্যাটারি।
আন্তর্জাতিক বাজারে এর দাম ধরা হয়েছে ১৮০ ডলার। বাংলাদেশি টাকায় (৭৮টাকা=১ ডলার) প্রায় ১৫ হাজার টাকা। নীল ও সাদা দুই রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি।