লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দায়িত্ব সরকারের নয় : শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দায়িত্ব নির্বাচন কমিশনের, সরকারের নয়।
আজ ১৭ এপ্রিল শুক্রবার মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরের আম্রকাননে আয়োজিত আলোচনা সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী এ কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দায়িত্ব নির্বাচন কমিশনের, সরকারের নয়। কারণ, আওয়ামী লীগ থেকেও লোকজন নির্বাচনে অংশগ্রহণ করছেন।
শিল্পমন্ত্রী বলেন, যদি কেউ পেট্রলবোমা বা নৈরাজ্যের সঙ্গে জড়িত থেকে আত্মগোপনে থাকে, পুলিশ তাদেরও গ্রেপ্তার করবে।
আজ সকাল সাড়ে ১০টার দিকে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ; মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ কেন্দ্রীয় নেতারা।
পরে বিজিবি, পুলিশ, আনসার-ভিডিপি তাদের গার্ড অব অনার প্রদান করেন। এর পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা কুচকাওয়াজ প্রদর্শন করে।