টাঙ্গাইলে বাড়ছে ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ৬৬ জন
টাঙ্গাইলে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নতুন আরো আট রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে।
২৫০ শয্যার টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ণ চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়াও জেলার মির্জাপুর কুমুদিনী হাসপাতালে অন্তত ২২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। ফলে জেলায় মোট রোগীর সংখ্যা ৬৬ জনে দাঁড়িয়েছে বলে জানান টাঙ্গাইলের সিভিল সার্জন শরীফ আহম্মেদ খান।