ধর্ষককে গ্রেপ্তারের দাবি
ধর্ষককে গ্রেপ্তারের দাবিতে বিদ্যালয় চত্বরে মানববন্ধন করেছে বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের কে বি ইব্রাহিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন।
আজ সোমবার সকালে শিক্ষার্থীদের মানববন্ধনে সংহতি প্রকাশ করেন উপজেলার মুক্তিযোদ্ধাসহ স্থানীয় বাসিন্দারা। এ সময় বক্তারা অবিলম্বে ধর্ষককে গ্রেপ্তারের দাবি জানান।
পাথরঘাটা থানা সূত্রে জানা গেছে, বেলায়েত হোসেন জিহাদী নামে এক ব্যক্তিকে আসামি করে ওই শিক্ষার্থীর মা পাথরঘাটা থানায় মামলা দায়ের করে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনেওয়াজ এনটিভি অনলাইনকে জানান, ‘ডাক্তারি প্রতিবেদনের ভিত্তিতে শিগগিরই মামলার অভিযোগপত্র দেওয়া হবে।’ আসামি গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।