টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
আজ শুক্রবার টাঙ্গাইলের মহেড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাবনা জেলার আটঘরিয়া উপজেলার আব্দুর রাজ্জাক ও আব্দুল কাদের। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা। তাঁরা মাইক্রোবাসের যাত্রী ছিলেন।
আহতদের বরাত দিয়ে গোড়াই হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান জানান, পাবনা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে একই পরিবারের পাঁচজন ঢাকার উদ্দেশে রওনা হন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মহেড়া এলাকায় পৌঁছলে মাইক্রোবাসের চাকা হঠাৎ নষ্ট হয়ে যায়। এ সময় ঢাকাগামী একটি ট্রাক মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের চালকসহ ছয়জন আহত হন।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।