পহেলা বৈশাখে নারী হেনস্তার প্রতিবাদে বরগুনায় মানববন্ধন
পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে নারী হেনস্তাকারীদের বিচার দাবিতে বরগুনায় মানববন্ধন করেছে স্থানীয় একাধিক নারী সংগঠন। আজ বুধবার বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে বরগুনার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন।
মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ বরগুনা জেলার সাধারণ সম্পাদক খাদিজা বেগম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাসানুর রহমান ঝন্টু, লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বর্ষবরণের অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানে নারী হেনস্তাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মানববন্ধন শেষে নারী হেনস্তাকারীদের প্রতীকী কুশপুতুল দাহ করা হয়।