ঝিনাইদহে বাসের ধাক্কায় দুই কৃষিশ্রমিক নিহত, আহত ৭
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার গুড়দহ জালেপোতা গ্রামে ধান কাটতে যাওয়ার পথে বাসের ধাক্কায় নসিমন আরোহী দুইযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত সাতজন। আজ বুধবার দুপুর সোয়া দুইটার দিকে গুড়দহ বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আলমডাঙ্গার পুরাতন পাঁচলিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে তসলিম উদ্দিন (৩৫) ও একই গ্রামের মৃত হারেজ আলীর ছেলে মহসীন আলী (৫০)। আহত ব্যক্তিরা হলেন মোশারফ, ফরিদ, লতিফ, আকতার, ওয়াজ আলী, মুকুল ও সজীব।
দুর্ঘটনাকবলিত নসিমনের যাত্রী আকতার হোসেন জানান, জালেপোতা গ্রামের এক কৃষক পাঁচলিয়া গ্রামের ১৩ জন কৃষিশ্রমিককে ধান কাটার জন্য নসিমনে করে সেখানে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু নসিমনটি গুড়দহ বাজারের কাছাকাছি পৌঁছালে চুয়াডাঙ্গার জীবননগর থেকে ঝিনাইদহের জিন্নানগরগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তসলিম নিহত হন। আহত হন আটজন।তাঁদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টায় মহসীন আলী মারা যান।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এহসানুল হক মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মহসীনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, তসলিমের মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।