লক্ষ্মীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকায় ইয়াছমিন আক্তার সুইটি (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্বশুরবাড়ির লোকজন যৌতুক না পেয়ে তাঁকে পিটিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে বলে অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনার পর থেকে সুইটির স্বামীসহ বাড়ির লোকজন পলাতক।
নিহত সুইটি লক্ষ্মীপুর সদর উপজেলার গৌরীনগর এলাকার মাইন উদ্দিনের মেয়ে। তিন বছর আগে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার তরিকুল ইসলামের ছেলে সৌরভ হোসেনের সাথে তাঁর বিয়ে হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, আজ বুধবার সকালে উপজেলার তোরাবগঞ্জ এলাকায় শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় সুইটির লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া এ ঘটনায় কমলনগর থানায় একটি মামলা হয়েছে। ঘটনার পর থেকে স্বামীসহ যারা পালিয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সুইটির বাবা মাইন উদ্দিন অভিযোগ করেন, বিয়ের পর থেকে মেয়ের জামাই সৌরভসহ শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য তাঁদের ওপর জন্য চাপ দিয়ে আসছিল। এর পরিপ্রেক্ষিতে তাদের কিছু টাকাও দেওয়া হয়। তারপরও যৌতুকের জন্য প্রায়ই সুইটিকে মারধর করত।
সুইটির মা রেহানা আক্তার জানান, মঙ্গলবার রাতে সুইটির সঙ্গে তাঁর স্বামীর ঝগড়া হয় বলে তিনি জানতে পারেন। এর জের ধরে রাতে স্বামী সুইটিকে পিটিয়ে হত্যা করে বলে তাঁরা ধারণা করছেন। পরে শ্বশুরবাড়ির লোকজন লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যার অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।