লেনোভো এ৫০০০
স্মার্টফোনের বাজারে প্রতিদিনই কোনো না কোনো নতুন পণ্য আসে। কোনো হ্যান্ডসেটের ক্যামেরা ভালো তো কোনোটার স্ক্রিন বড়। কোনোটার আবার চার্জ বেশি। এসব মিলিয়ে বাজেটের মধ্যে পছন্দের ফোনটা বেছে নিতে হয় ক্রেতাদের। নির্মাতারাও চেষ্টা করেন, ক্রেতাদের সাধ্যের মধ্যে সব সুবিধা দিতে।
বাজারে চীনা নির্মাতা প্রতিষ্ঠান লেনোভোর ল্যাপটপের কদর থাকলেও ফোনের ক্ষেত্রে তেমন নয়। তবে বেশ কিছু নতুন স্মার্টফোন দিয়ে ক্রেতাদের নজর কাড়ছে এখন লেনোভো। এর মধ্যে ‘লেনোভো এ’ সিরিজটি হয়ে উঠেছে বেশ জনপ্রিয়। এই সিরিজের নতুন ফোন লেনোভো এ৫০০০। রাশিয়ার বাজারে এরই মধ্যে চলে এসেছে ফোনটি।
ফোনটির অন্যতম বৈশিষ্ট্য এর চার হাজার এমএএইচের ব্যাটারি। লম্বা সময় চার্জ ধরে রাখবে ফোনটি, আবার চার্জ হতেও বেশি সময় নেবে না। মাত্র তিন ঘণ্টায় ফুল চার্জড হয়ে যাবে ফোনটি। তবে হাতে সময় না থাকলে ১৫ মিনিট চার্জ দিয়ে নিতে পারেন, তাতেও চার ঘণ্টা পর্যন্ত চালু থাকবে ফোনটি। থ্রিজি নেটওয়ার্ক ব্যবহার করে টানা ১৭ ঘণ্টার টকটাইম এবং ৭৯২ ঘণ্টার স্ট্যান্ডবাই টাইম মিলবে এই ফোনে।
ফোরজি এলটিই প্রযুক্তিতে চলবে ডুয়েল সিম সুবিধার এই ফোন। এতে মাইক্রো এবং রেগুলার সিম—দুটোই ব্যবহার করা যাবে। অ্যানড্রয়েড ৪ দশমিক ৪ কিটক্যাট অপারেটিংয়ে চলবে ফোনটি। এর রয়েছে ৫ ইঞ্চি (৭২০ x ১২৮০ পিক্সেল) এইচডি আইপিএস ডি ডিসপ্লে। পর্দাটির পিক্সেল ঘনত্ব ৩০০ পিপিআই। পানিতে ভিজলেও পর্দার কোনো ক্ষতি হবে না, কারণ এতে রয়েছে বৃষ্টি এবং পানিনিরোধক সুরক্ষা।
১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড-কোর মিডিয়াটেক (এমটি৬৫৮২) প্রসেসরে চলবে ফোনটি। এতে রয়েছে ১ জিবি র্যাম এবং মালি টি৭৬০-এমপি টু জিপিইউ। ফোনটির ভেতরে রয়েছে ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। সঙ্গে যোগ করা যাবে ৩২ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড। এলইডি ফ্ল্যাশসহ ৮ মেগাপিক্সেলের অটোফোকাস রিয়ার ক্যামেরার সঙ্গে ফ্রন্ট ক্যামেরা রয়েছে ২ মেগাপিক্সেলের।
কানেক্টিভিটির জন্য রয়েছে জিপিআরএস/এজ, ওয়াই ফাই ৮০২.১১বি/জি/এন, জিপিএস/এ-জিপিএস, মাইক্রো ইউএসবি এবং ব্লুটুথ। সাদা ও কালো দুই রঙে পাওয়া যাবে ফোনটি।
রাশিয়ায় ১২ হাজার রুবলে বিক্রি হচ্ছে ফোনটি। বাংলাদেশের বাজারে ফোনটির দাম হতে পারে ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত।