মানবসম্পদ ব্যবস্থাপনা নিয়ে লিডসের আন্তর্জাতিক কর্মশালা শেষ হলো
দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ মানবসম্পদ কর্মকর্তা ও নির্বাহীদের পেশাদারত্বের বিকাশে ‘মানবসম্পদের কৌশলগত ব্যবস্থাপনা’ বিষয়ে আন্তর্জাতিক কর্মশালা আজ শুক্রবার শেষ হয়েছে। আন্তর্জাতিক মানবসম্পদ বিশেষজ্ঞ ও যুক্তরাষ্ট্রের ট্রেনিং এডুকেশন ম্যানেজমেন্ট এলএলসির প্রেসিডেন্ট ড. ডোনাল্ড জে ফোর্ড ছিলেন দুইদিনব্যাপী এ কর্মশালার প্রশিক্ষক।
রাজধানীর বনানীতে হোটেল সুইস গার্ডেনে এই কর্মশালার আয়োজন করে লিডস করপোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান লিডস টেকনোলজিস। এ কর্মশালার অনলাইন মিডিয়া পার্টনার এনটিভি অনলাইন ও ওয়েব পার্টনার দেশিজবস ডটকম।
সমাপনী দিনে আজ কর্মশালায় উপস্থিত ছিলেন লিডস করপোরেশনের চেয়ারম্যান শেখ আবদুল ওয়াহিদ।
মানবসম্পদের কৌশলগত ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন করে একজন কর্মকর্তা শুধু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য নয় বরং নিজেই সম্পদ হিসেবে উপস্থাপিত হতে পারেন বলে মনে করেন আবদুল ওয়াহিদ।
মানবসম্পদের কৌশলগত ব্যবস্থাপনা কী, পেশাদারির ভূমিকা ও দায়িত্ব, কৌশলগত বনাম প্রশাসনিক ভূমিকা, মানবসম্পদ উন্নয়নের ফল, কৌশলগত পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরে কর্মশালায় ধারণা দেওয়া হয়েছে।
ড. ডোনাল্ড জে ফোর্ড কর্মশালার সমাপনী বক্তব্যে বলেন, ‘যেকোনো প্রতিষ্ঠানকে মানবসম্পদ ব্যবস্থাপনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কর্মীর পেশাদারি দুর্বলতা প্রতিষ্ঠানের অগ্রগতি মন্থর করে দেয়।’
এই ধরনের আন্তর্জাতিক কর্মশালা দেশে বেশি বেশি আয়োজন হওয়া প্রয়োজন বলে মনে করেন ওষুধ খাতের কোম্পানি অপসোনিনের মানবসম্পদ বিভাগের প্রধান ড. সায়েম আহমেদ। তিনি বলেন, ‘অনেক উপকৃত হয়েছি। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের কর্মকর্তারা এই কর্মশালায় অংশ নিয়েছেন। তাঁদের সাথে যোগাযোগ হলো, এটা খুবই প্রয়োজন। এই কর্মশালায় পাওয়া ধারণা পেশাদারত্ব বাড়াতে কাজে দেবে।’
ভারতের নাগরিক ড. অরুণ আর মোরে। খুলনায় অ্যাকটিভ ফাইন কেমিক্যালের অঙ্গপ্রতিষ্ঠান ফোর্টিস এসকোর্টস হার্ট ইনস্টিটিউটে তিনি কাজ করেন। বলেন, ‘দুদিনের এই কর্মশালা ছিল উন্নতমানের। মানবসম্পদের উন্নয়নে আরো এ ধরনের শিক্ষণ খুবই কাজে দেবে।’
বেক্সিমকো, অপসোনিন, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এসিআই, ইস্টার্ন ব্যাংকসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ২০ জন কর্মকর্তা এই কর্মশালায় অংশ নেন। কর্মশালা শেষে তাঁদের সনদ দেওয়া হয়। এ ছাড়া লিডসের পক্ষ থেকে ড. ডোনাল্ড জে ফোর্ডকে ক্রেস্ট দেওয়া হয়।