ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশির লাশ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী সীমান্তে কামাল হোসেন (৩২) নামে এক বাংলাদেশির লাশ পাওয়া গেছে। নিহত কামাল হরিপুর উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের মো. হাকিম উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে গেদুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল হামিদ জানান, আজ শুক্রবার ভোরে কাঠালডাঙ্গী সীমান্তের ৩৭০ নম্বর পিলার এলাকার কাঁটাতারের পাশ থেকে পরিবারের সদস্যরা কামাল হোসেনের লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ কামালের মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত কামালের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ও ডান হাত ভাঙা ছিল বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ।
এ ঘটনায় ঠাকুরগাঁও বিজিবি-৫০ এর অধিনায়ক লে. কর্নেল এসএম সামিউন্নবী চৌধুরী বলেন, ‘আজ এক বাংলাদেশির মৃত্যুর সংবাদ পেয়েছি। এ বিষয়ে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ বাংলাদেশি নির্যাতনের কথা অস্বীকার করেছে।’