টাঙ্গাইলে এনসিসি ব্যাংকে গ্রাহকদের ৬৫ লাখ টাকা লোপাট
টাঙ্গাইলের কালিহাতি উপজেলার রামপুর এনসিসি ব্যাংকের চুক্তিভিত্তিক এক কর্মচারীর বিরুদ্ধে গ্রাহকদের জমানো প্রায় ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ব্যাংক ঘেরাও করে বিক্ষোভ করেছে ভুক্তভোগী গ্রাহক ও স্থানীয়রা। তারা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের প্রায় ১০ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
গ্রাহকদের অভিযোগ, স্থানীয় কাতার প্রবাসী সাদ্দাম হোসেন দীর্ঘদিন বিদেশে থাকা অবস্থায় তাঁর পরিবারের মাধ্যমে এনসিসি ব্যাংকে ৩৫ লাখ টাকা জমা রাখেন। রোববার সেই টাকা তুলতে গেলে দেখা যায়, পুরো ৩৫ লাখ টাকাই ব্যাংকের তৃতীয় শ্রেণির কর্মচারী ইউসুফ আলী জাল স্বাক্ষরের মাধ্যমে তুলে ফেলেছেন। এ সময় ব্যাংকে গ্রাহকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। মুহূর্তেই ব্যাংকের প্রায় সব গ্রহকের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়ে। এ ঘটনা অন্য গ্রাহকরা জানার পর দেখা যায় তাঁদের মধ্যে আরো আটজনের প্রায় ৩০ লাখ টাকা জাল স্বাক্ষরের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে।
এক পর্যায়ে স্থানীয়রা ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের অবরুদ্ধ করে টাকা ফেরত দেওয়ার দাবি জানায়। একইসঙ্গে তাঁরা এ ঘটনার জন্যে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ ঘটনায় গণমাধ্যমকর্মীরা কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করেছেন অভিযুক্ত ওই কর্মচারী।
কালিহাতি থানার উপপরিদর্শক (এসআই) ওহাব মিয়া জানান, ব্যাংকে আর্থিক লেনদেন নিয়ে উত্তেজনা বিরাজ করায় তাঁরা ঘটনাস্থলে আসে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে ব্যাংকের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানিয়েছেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। এরই মধ্যে একজনের ৩৫ লাখ টাকা আজ ফেরত দেওয়া হয়েছে। বাকিদের টাকা সাতদিনের মধ্যেই ফেরত দেওয়া হবে।