ময়মনসিংহে ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ময়মনসিংহ শহর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার দুপুরে শহরের প্রাণকেন্দ্র গাঙ্গিনার পাড় শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে শহর ছাত্রলীগের উদ্যোগে কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, আরিফের ওপর হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ী সেলিম। তাঁকে অবিলম্বে গ্রেপ্তার ও চরাঞ্চলে মাদক ব্যবসা বন্ধ করা হোক।
এ ছাড়া পহেলা বৈশাখ ঢাকায় টিএসসি চত্বরে নারী হেনস্তাকারীদের গ্রেপ্তারের দাবি জানান বিক্ষুব্ধরা।
মানববন্ধনে হামলার শিকার শহর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ, ছাত্রলীগকর্মী আশফাক আল রাহী শাওন, সুজন মাহমুদ, তারিন, মুরাদ, হুমায়ুন ও রুবেল আহমেদসহ শহর ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
গত ২১ এপ্রিল রাত সাড়ে ৯টায় একটি প্রাইভেট কারে করে ময়মনসিংহ শহরে আসার পথে শহরতলী শম্ভুগঞ্জের ঝাউগড়া এলাকায় দুর্বৃত্তরা ছাত্রলীগ নেতা আরিফকে লক্ষ্য করে গুলি বর্ষণ এবং তাঁর গাড়ি ভাঙচুর করে।