হুয়াওয়ে অনার ফোর সি
হুয়াওয়ের জনপ্রিয় স্মার্টফোন সিরিজ অনারের নতুন একটি স্মার্টফোন বাজারে ছাড়া হয়েছে। অনার ফোর সি নামের সেটটি পাওয়া যাচ্ছে চীনের বাজারে। চীনের বাজারে স্মার্টেফানটির দাম ধরা হয়েছে ৭৯৯ ইয়েন, বাংলাদেশি টাকায় এর দাম হতে পারে ১৬ থেকে ২০ হাজার টাকার মধ্যে।
কালো, নীল, সোনালি, গোলাপি ও সাদা রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি।
স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ের নতুন স্মার্টফোন অনার ফোর সিতে রয়েছে ৭২০ x ১২৮০ পিক্সেলের ৫ ইঞ্চি এইচডি টিএফটি আইপিএস ডিসপ্লে। অক্টা কোর হাই সিলিকন কিরিন ৬২০ প্রসেসরে চলবে স্মার্টফোনটি। এতে রয়েছে ২ জিবি র্যাম। ডুয়েল সিম ফোনটিতে রয়েছে অ্যানড্রয়েড ৪ দশমিক ৪ কিটক্যাট অপারেটিং সিস্টেম।
১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরায় রয়েছে এফ/২ দশমিক শূন্য অ্যাপার্চার, এলইডি ফ্ল্যাশ এবং সিএমওস সেন্সর। ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৫ মেগাপিক্সেলের।
ইন্টারনাল স্টোরেজ ৮ জিবি, সঙ্গে যোগ করা যাবে ৩২ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড। রয়েছে ২৫৫০ এমএএইচের ব্যাটারি।
হুয়াওয়ের যেসব ফোন বাজারে রয়েছে, তার মধ্যে এসেন্ড পি এইট লাইট, এসেন্ড পি এইট এবং অনার হলি বেশ জনপ্রিয়তা পেয়েছে।