চুয়াডাঙ্গার ৩৬ কৃষকের মধ্যে পল্লীঋণ বিতরণ
চুয়াডাঙ্গার ৩৬ জন কৃষকের মধ্যে পাঁচ লাখ ২০ হাজার টাকার কৃষি পল্লীঋণ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কৃষকদের হাতে ঋণের টাকা তুলে দেন কৃষিঋণ কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন।
চুয়াডাঙ্গা সোনালী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আমির হোসেনের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অঞ্চলের যুগ্ম পরিচালক ইমদাদুল হক। স্বাগত বক্তব্য দেন ডিঙ্গেদহ সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান। অতিথি ছিলেন শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান ও সাবেক চেয়ারম্যান আবদুর রাজ্জাক।
জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন বলেন, কৃষকরা যে ফসলের জন্য কৃষিঋণ গ্রহণ করলেন, তাঁরা যেন সঠিকভাবে টাকাটা ব্যয় করেন। ফসল বিক্রির পর ঋণের টাকাটা ব্যাংকে পরিশোধ করবেন বলে তিনি আশা করেন।