অস্ত্রসহ জামাইকে পুলিশে দিল শ্বশুরবাড়ির লোকজন
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা থেকে অবৈধ অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বনগাঁও থেকে তাঁকে আটক করা হয়।
আটক মো. রবিউল ইসলাম (৩২) সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কুজি শহর এলাকার বাসিন্দা। আজ শুক্রবার সকালে অস্ত্র আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মোহন্ত এনটিভি অনলাইনকে জানান, দুদিন আগে শ্বশুরবাড়ি বনগাঁওয়ে বেড়াতে আসেন রবিউল। তাঁর ব্যাগে একটি অবৈধ অস্ত্র দেখতে পান স্ত্রী রুবা (২৭)। তিনি বিষয়টি তাঁর ভাই ও মাকে জানান। পরে তাঁরা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যকে খবর দেন।
ইউপি চেয়ারম্যান বৃহস্পতিবার থানায় খবর দিলে রাত ১০টায় রানীশংকৈল থানার ওসি (তদন্ত) আবদুর রহমান সরকার, উপপরিদর্শক (এসআই) মেহেদী, রেজা, ফজলু এবং চার পুলিশ কনস্টেবল এসে অস্ত্রসহ রবিউলকে আটক করে থানায় নিয়ে যান।