বিএনপি নালিশের রাজনীতি শুরু করেছে : ওবায়দুল
আন্দোলন ও নির্বাচনে জয়ী হতে না পেরে বিএনপি দেশে-বিদেশে নালিশের রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার সকালে যশোর উপশহরের বাবলাতলা সেতুর উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির কারচুপির অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এতই যখন কারচুপি, তখন এই কারচুপির বিরুদ্ধে তারা আন্দোলন করতে পারছে কি না। পারছে না। বিষয়টা হলো, যারা আন্দোলনে কর্মী পায় না, নির্বাচনে এজেন্ট পায় না, তারা কল্পিত কারচুপির কথা বলছে। তারপর আমি যে কথাটা বলতে চাই, আন্দোলনে বিজয়ী না হয়ে এবং সিটি নির্বাচনে সর্বশেষ বিজয়ী হতে না পেরে বিএনপি এখন নতুন ধারার রাজনীতি শুরু করেছে। তাদের এই নতুন ধারার রাজনীতি হচ্ছে, বিএনপি দেশে-বিদেশে নালিশের রাজনীতি শুরু করেছে।’
ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর কারণে যশোর, বেনাপোল, খুলনা, নড়াইল, বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটার যোগাযোগ ব্যবস্থায় প্রভাব পড়বে। তাই পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত গুরুত্বপূর্ণ সড়কগুলোকে চার লেনে উন্নীত করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
চার কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত বাবলাতলা সেতু উদ্বোধনের সময় মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক ড. হুমায়ন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমানসহ সড়ক ও জনপথ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।