মেহেরপুরে বিতর্ক উৎসব উপলক্ষে মতবিনিময় সভা
‘যুক্তি যেথায় সূর্য সত্য...’ এ স্লোগানে মেহেরপুরে রোববার থেকে শুরু হবে বিতর্ক উৎসব। উৎসবকে ঘিরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে আয়োজক কমিটি।
রোববারের বিতর্কে দেশের ১৬টি বিশ্ববিদ্যালয়, চারটি কলেজ ও ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩২০ জন ছাত্র-ছাত্রী অংশ নেবে। বিতর্কে দুটি ইভেন্ট নির্ধারণ করা হয়েছে। একটি সংসদীয় বিতর্ক অপরটি রম্য বিতর্ক।
বিতর্ক উপলক্ষে মেহেরপুর শিল্পকলা একাডেমিতে রোববার সকাল সাড়ে ১০টা ও বেলা ১২টার দিকে জেলার বিভিন্ন কলেজ, বিদ্যালয়ের নিবন্ধন করা ছাত্র-ছাত্রীদের নিয়ে বিতর্কবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিতর্ক সংগঠক রাশেদুল ইসলাম পল্লব, সংগঠক ও এনটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার মুকসিমুল আহসান অপু, জাগো মেহেরপুরের উপদেষ্টা সিরাজুল ইসলাম ও সভাপতি শোয়েব রহমানসহ জেলার ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
মেহেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন জাগো মেহেরপুর ও ঢাকার এআইইউবি মেহেরপুর সোসাইটি এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে। নতুন নতুন বিতার্কিক তৈরির উদ্দেশ্যে কর্মশালার আয়োজন বলে জানালেন আয়োজকরা।