স্কুলছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আজ মঙ্গলবার সকালে উপজেলার কাঁঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বেত্রাঘাতে আহত পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সোহেল রানাকে (১১) উথলী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোহেল শিবালয় উপজেলার দক্ষিণ শালজানা গ্রামের ইদ্রিস আলী বাবুর ছেলে।
সোহেলের মামা আকাশ হোসেন সাংবাদিকদের জানান, প্রতিদিন বিদ্যালয় শুরুর দুই ঘণ্টা আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য স্কুল কর্তৃপক্ষ বিশেষ পাঠদানের ব্যবস্থা করেছে। সকাল সাড়ে ৮টার দিকে ওই বিশেষ পাঠদান চলাকালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাইনুল ইসলাম বেত দিয়ে সোহেলকে নির্মমভাবে পিটিয়ে আহত করেন।
সোহেলের চিৎকারে প্রথমে স্থানীয়রা ও পরে স্বজনরা এসে উদ্ধার করে তাকে স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়।
উথলী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবিদা আক্তার এনটিভি অনলাইনকে জানান, সোহেলের দুই হাতে ও পিঠের বিভিন্ন স্থানে বেত্রাঘাতের জখম রয়েছে। বেত্রাঘাতে পিঠের কিছু কিছু স্থানে চামড়া উঠে গেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
কাঁঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাইনুল ইসলাম জানান, সোহেল ক্লাসে সহপাঠী রাশেদের গলা চেপে ধরে। রাশেদকে মুক্ত করতে সোহেলকে বেত্রাঘাত করা হয়।
এ ব্যাপারে শিবালয় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাইনুল ইসলাম জানান, বিদ্যালয়ে শিক্ষার্থীদের বেত্রাঘাত কিংবা নির্যাতন করা নিষিদ্ধ। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। শিক্ষার্থীর স্বজনরা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।