২০১২ সালের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার ফল গতকাল সোমবার প্রকাশিত হয়েছে। পরীক্ষার পাসের হার ৮০ দশমিক ৮০ ভাগ ।
এ পরীক্ষায় ২৯টি বিষয়ে সারা দেশে ৭৬টি কলেজের ৯৮ হাজার ৫৫ জন পরীক্ষার্থী মোট ৬০টি কেন্দ্রে অংশগ্রহণ করেন।
প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে জানা যাবে। এ ছাড়া যেকোনো মোবাইল ফোনসেট থেকে এসএমএস করেও ফল জানা যাবে।
গত ২৭ জানুয়ারি লিখিত পরীক্ষা শেষ হয়।