রাবি ও রুয়েটের গ্রীষ্মকালীন অবকাশ বৃহস্পতিবার থেকে শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে গ্রীষ্মকালীন অবকাশ। ২৫ দিনের ছুটি শেষে আগামী ১ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলবে। অপরদিকে ১৬ দিনের গ্রীষ্মকালীন অবকাশ শেষে ২৩ মে থেকে রুয়েটে একাডেমিক কার্যক্রম শুরু হবে।
রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন জানান, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ৭ থেকে ৩১ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস বন্ধ থাকবে। তবে আবাসিক হলগুলো আগামী ২১ থেকে ২৯ মে পর্যন্ত বন্ধ থাকবে। ২০ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের অফিস চলার সময়ে কয়েকটি বিভাগে পরীক্ষা চলবে বলেও জানান তিনি।
রাবির প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক এস এম একরাম উল্লাহ বলেন, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ছুটির সময়ে হল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ২১ মে থেকে ২৯ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। কর্মকর্তা-কর্মচারীরাও ছুটিতে থাকবেন। তাই এ সময়ে হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২১ মে বেলা ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে হবে। ৩০ মে সকাল ৯টায় হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোশাররাফ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রীষ্মকালীন অবকাশ ৭ মে থেকে শুরু হয়ে তা চলবে ২২ মে পর্যন্ত। এ সময়ে সব ধরনের ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে পূর্বঘোষিত রুটিন অনুযায়ী সব পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত অফিসগুলো বন্ধ থাকবে।