এলজির স্মার্টফোন জি ফোর
দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি নিয়ে এসেছে নতুন স্মার্টফোন এলজি জি ফোর। আগের সংস্করণ জি থ্রি থেকে ডিজাইন এবং প্রযুক্তিতে বেশ এগিয়ে জি ফোর।
প্রথমত এর অভিজাত ডিজাইন ব্যবহারকারীদের নজর কেড়ে নেবে। ৩২ জিবি ইর্ন্টানাল মেমোরির ফোনটিতে রয়েছে রিম্যুভেবল ব্যাটারি। বাড়তি ২ টেরাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে ফোনটিতে।
জি ফোরে রয়েছে ৫.৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। কোয়াড-এইচডি পর্দায় রয়েছে উন্নত মানের গ্রাফিক্স প্রযুক্তি, রেজর-শার্প। ২৫৬০x১৪৪০ পিক্সেল রেজ্যুলেশনের পর্দায় রয়েছে ৫৩৪ পিপিআই। এলজি দাবি করছে ফোনটির স্ক্রিনে আইপিএস কোয়ান্টাম ডিসপ্লে যোগ করা হয়েছে।
এলজি জি ফোর চলবে অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিংয়ে। এতে রয়েছে কোয়ালকমের ১.৮ গিগাহার্জের ৬৪ বিট, হেক্সা কোর স্ন্যাপড্রাগন ৮০৮ প্রসেসর। ৩ জিবি র্যাম এবং তিন হাজার এমএএইচের ব্যাটারি।
১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ভালো ছবি তোলার জন্য ক্যামেরায় যোগ করা হয়েছে এফ/১.৮ অ্যাপার্চার এবং ১/২.৬ ইঞ্চি ইমেজ সেন্সর।
ভেজিটেবল ডায়িংয়ের দ্বারা তৈরি সেলাই করার চামড়ায় মুড়ে দেওয়া হয়েছে এর পেছনের প্লাস্টিক। তিনটি আলাদা নীল, কালো এবং বাদামি/ট্যানিশ ব্রাউন রঙে পাওয়া যাবে সেটটি। নতুন সব প্রযুক্তি থাকলেও ফোনটি পানি নিরোধক নয়।
২৯ এপ্রিল দক্ষিণ কোরিয়ার বাজারে ছাড়া হয়েছে সেটটি। এ ছাড়া ইউরোপের কিছু দেশেও পাওয়া যাচ্ছে জি ফোর। এই মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে বিশ্ববাজারে সেটটি বিক্রি শুরু করবে এলজি। আন্তর্জাতিক বাজারে ৫০০ ডলারে বিক্রি হচ্ছে সেটটি। বাংলাদেশে এর দাম শুরু হতে পারে ৪০ হাজার টাকা থেকে।