লক্ষ্মীপুরে পুলিশের গুলিতে আহত ১
লক্ষ্মীপুরে পুলিশের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, গুলিবিদ্ধ কামাল উদ্দিন (৪০) একজন সন্ত্রাসী। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি আহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন সিরাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও মামুনুর রশিদ। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ সময় একটি এলজি ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
গুলিবিদ্ধ কামালকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হওয়ায় নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী এলাকায়।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান জানান, কামাল উদ্দিন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁকে গ্রেফতারের পর অস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান চালায়। পুলিশ চরশাহী এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে কামাল গুলিবিদ্ধ হয়। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকে একটি এলজি ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে।