জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘সর্বাত্মক ছাত্র ধর্মঘট’ মঙ্গলবার
জাহাঙ্গীরনগর, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণের দিনে যৌন নিপীড়নের ঘটনার বিচার দাবিতে এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ছাত্র ধর্মঘট আহ্বান করেছে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’।
আজ সোমবার ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’-এর সংগঠক সুজা-উদ্-দৌলা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঘটনার পর ২৭ দিন পার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন বা রাষ্ট্রের কোনো দৃশ্যমান ও কার্যকর ভূমিকা আমরা দেখতে পাইনি। উপরন্তু কেন্দ্রীয়ভাবে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরকারের পেটোয়া পুলিশ বাহিনী বর্বরোচিত হামলা ও গ্রেপ্তারের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‘রোববারের হামলায় গুরুতর আহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী তন্ময় ধর। গ্রেপ্তার হন নৃবিজ্ঞান বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল ও বাংলা বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম অনিক। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা সর্বাত্মক ছাত্র ধর্মঘটের মতো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হয়েছি।’
এই দাবিতে কাল মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট থেকে মশাল মিছিল এবং বুধবার রেজিস্ট্রার ভবন (প্রশাসনিক ভবন) ঘেরাও এবং অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।