ইউলিয়া ভানটুর রোমানিয়ার উপস্থাপিকা, মডেল ও সংগীতশিল্পী। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে ‘এক থা টাইগার’ ছবির শুটিংয়ের সময় সালমান খানের সঙ্গে পরিচয় হয়েছিল ইউলিয়ার। তারপর থেকেই সালমানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তেই থাকে তাঁর। এ ছাড়া ইউলিয়াকে ভারতে অনেক অনুষ্ঠানসহ বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেছে সালমানের সঙ্গে। সালমান তাঁকে বলিউডের কাজ করার সুযোগও তৈরি করে দিয়েছেন। ‘ও তেরি’ নামে একটি ছবিতে আইটেম গানে দেখা গেছে ইউলিয়াকে এবং বলিউডের ছবিতে গানও গেয়েছেন তিনি। বলিউডের ‘দাবাং খান´ সালমানের সঙ্গে প্রকাশ্যে মাঝেমধ্যেই দেখা যায় তাকে। ছবি : সংগৃহীত