জাহাঙ্গীরনগর ফিল্ম সোসাইটির নতুন কমিটি
রেজা মোহাম্মদ আরিফকে সভাপতি ও আল-নাসিব জেলানীকে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অন্যতম সাংস্কৃতিক সংগঠন জাহাঙ্গীরনগর স্টুডেন্টস ফিল্ম সোসাইটির (জেএসএফএস) ২০১৫-১৬ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার সংগঠনটির দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ মে জাহাঙ্গীরনগর স্টুডেন্টস ফিল্ম সোসাইটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক রেজা মোহাম্মদ আরিফকে সভাপতি এবং ইংরেজি বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী আল-নাসিব জেলানীকে সাধারণ সম্পাদক করে একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটিতে উপদেষ্টা পদে রয়েছেন শরীফ এম শফিক (সাবেক সদস্য), হাসান মানসুর চাতক (সাবেক সদস্য), মাহমুদ শোয়েব (সাবেক সদস্য) এবং মাকসুদ সজীব (সাবেক সদস্য)। সহসভাপতি সনেট সাদাত, তাপস রায়, মাহবুব আলম, নাঈমুল হাসান, রাউফুর রাহিম, সাদ আল ফারাবী ও শাওন কৈরী।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসাইন, দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান, অর্থ সম্পাদক শিফাত আমরীন, প্রচার সম্পাদক আলভী নাভিদ অর্ণব, প্রকাশনাবিষয়ক সম্পাদক ওয়ালীউল্লাহ বাশার, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ কে এম জাকারিয়া, প্রদর্শনীবিষয়ক সম্পাদক নবীন হক এবং আর্কাইভবিষয়ক সম্পাদক শুভ সরকার।