বাকৃবির নিবন্ধক ও কোষাধ্যক্ষের কার্যালয়ে কর্মচারীদের তালা
বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ও কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়েছেন কর্মচারীরা। পরে তাঁরা আমতলায় সমাবেশ করেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত আমতলায় সমাবেশ করে কর্মচারী সমিতি ও কর্মচারী পরিষদ। সেই সাথে চলছে কর্মবিরতি। দুপুরের পরে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কোষাধ্যক্ষের কার্যালয়ের ক্যাশ কাউন্টার এবং নিবন্ধকের কার্যালয়ের মুল ফটকের তালা খুলে দিয়েছেন কর্মচারীরা।
সমাবেশে বক্তব্য দেন চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের সভাপতি আইনুল হক, সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ।
নেতারা জানান, গত ৭ মার্চ ভিসি ড. রফিকুল হক পদত্যাগ করার পর মার্চ মাসের বেতন পেলেও এপ্রিল মাসের বেতন এখনো পাননি তাঁরা । এ ছাড়া ফেব্রুয়ারি মাসে নতুন নিয়োগপ্রাপ্ত ৩১১ জন কর্মচারী আজও কোনো বেতন পাননি। সব মিলিয়ে প্রায় এক হাজার ৭০০ কর্মচারীর বেতন বকেয়া পড়েছে।
চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি আব্দুর খালেক বলেন, দাবি আদায় না হলে আগামী সোমবার থেকে লাগাতার কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।