নারী উদ্যোক্তারা কম সুদে অধিক ঋণ পাচ্ছেন : গভর্নর
বাংলাদেশ ব্যাংক নারী উদ্যোক্তাদের কম সুদে অধিক ঋণ দিচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির গভর্নর ড. মো. আতিউর রহমান। আজ শনিবার দুপুরে সিলেটের উপশহরের একটি হোটেলে ‘নারী উদ্যোক্তাদের সমস্যা, সম্ভাবনা ও এসএমই ব্যাংকিং’ শীর্ষক এক সেমিনার এবং নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গভর্নর ড. মো. আতিউর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংক শুধু নারীদের জন্য ১৫ শতাংশ বরাদ্দ রেখে ‘বাংলাদেশ ব্যাংক নারী উদ্যোক্তা তহবিল’ নামে বিশেষ একটি তহবিল গঠন করেছে। এ বছর এপ্রিল পর্যন্ত মোট ৪৭ হাজার উদ্যোক্তাকে পাঁচ হাজার ৬৬৫ কোটি টাকা পুনঃঅর্থায়ন করা হয়েছে।
এর ফলে খুদে নারী উদ্যোক্তারা কম সুদে অধিক ঋণ গ্রহণের সুযোগ পাচ্ছেন। আর এ কারণে নারী উদ্যোক্তার সংখ্যা বাড়ছে বলেও মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর পিয়েরে মায়ডন, সিলেট ওমেনস চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, সিলেট চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি সালাউদ্দিন আলী আহমদ প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় শতাধিক নারী উদ্যোক্তা তাঁদের হস্তশিল্প ও উৎপাদিত পণ্য প্রদর্শন করেন।