চুয়াডাঙ্গায় নজরুলজয়ন্তী উৎসব শুরু
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত কার্পাসডাঙ্গায় তাঁর ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী উৎসব শুরু হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উৎসবের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর।
উদ্বোধনের আগে অতিথিরা কার্পাসডাঙ্গা মিশনপাড়ায় নজরুলের স্মৃতিবিজড়িত প্রয়াত হর্ষপ্রিয় বিশ্বাসের ঐতিহাসিক আটচালা ঘর, ভৈরব নদের তীর পরিদর্শন করেন। আটচালা বাড়িটির বর্তমান মালিক বকুল বিশ্বাস (হর্ষপ্রিয় বিশ্বাসের নাতি) অতিথিদের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখান।
১৯২৬-২৭ সালে কবি কাজী নজরুল ইসলাম কার্পাসডাঙ্গা গ্রামে একাধিকবার আসেন এবং বেশ কয়েক মাস অবস্থান করেন। এখানেই রচনা করেন বিখ্যাত ‘লিচুচোর’ ছড়া। তাঁর মৃত্যুক্ষুধা উপন্যাসের পটভূমিও কার্পাসডাঙ্গা অঞ্চলকে কেন্দ্র করে।
দামুড়হুদার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ফরিদুর রহমানের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন নজরুল গবেষক অধ্যাপক আবদুল গফুর।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা নজরুল ইসলামের জীবনী ও কার্পাসডাঙ্গায় অবস্থান এবং সেখানে লেখা সাহিত্য নিয়ে আলোচনা করেন। ১০ দিনব্যাপী উৎসবকে কেন্দ্র করে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী এবং নজরুল মেলার আয়োজন করা হয়েছে।