রামগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে তাসফিয়া আক্তার (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার সমেষপুর মুন্সিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সে হেলাল উদ্দিনের মেয়ে।
তাসফিয়ার চাচা রহমত উল্লাহ জানান, তাসফিয়া আজ মনিবার দুপুরে বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন ডুবন্ত অবস্থায় পুকুর থেকে তাকে উদ্ধার করে। পরে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।