পাবনা জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ছয় বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো পাবনা জেলা ছাত্রলীগের সম্মেলন। আজ শনিবার দুপুরে পাবনা টাউন হল মাঠে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
সম্মেলন উপলক্ষে জেলা শহরের ওয়ার্ড, বিভিন্ন উপজেলা থেকে ব্যানার, ফেস্টুনসহ আনন্দ-মিছিল নিয়ে সম্মেলনস্থলে হাজির হন নেতাকর্মীরা। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে কয়েক দিন ধরে বিরাজ করছিল উৎসবের আমেজ। প্রথম অধিবেশন শেষে বিকেলে শুরু হয় কাউন্সিল অধিবেশন।
জেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলুর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন পর্বে বক্তব্য দেন ভূমিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফ, পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল রহিম লাল, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, আবদুল হামিদ মাস্টার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন প্রমুখ। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুমন এ অধিবেশন পরিচালনা করেন।
সম্মেলনে বক্তারা বলেন, ছাত্রলীগের ইতিহাস গৌরবের ইতিহাস, বিজয়ের ইতিহাস। ছাত্রলীগ গঠনের মাধ্যমে স্বাধীনতার বীজ বপন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২০০৯ সালের ২ মে সর্বশেষ পাবনা জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।