নবীন শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তিতে শিক্ষিত হতে হবে : জাবি উপাচার্য
নতুন প্রজন্মের শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তিতে শিক্ষিত হওয়ার তাগিদ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ফাস্ট ট্রাক ফিউচার লিডার ট্রেনিং প্রোগ্রাম (এফটিএফএল) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ কথা বলেন।
অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, নব প্রজন্মের শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তিতে শিক্ষিত হতে হবে। বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তির যে প্রবল স্রোত বহমান, তাতে অংশগ্রহণের জন্য নবীন শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে।
কর্মশালায় আইসিটি বিভাগের এফটিএফএলের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য আরো বলেন, তরুণ সমাজের জন্য কর্মসংস্থান করতে হবে। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।
আজকের তরুণরা ভবিষ্যৎ বাংলাদেশকে বদলে দেবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপ-উপাচার্য মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক রাশেদা আখতার।
এ কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন এফটিএফএলের কর্মকর্তা ফারুকউজ্জামান। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেন।