আন্তবিশ্ববিদ্যালয় বাস্কেটবল চ্যাম্পিয়ন জাবি
আন্তবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতা ২০১৫তে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। চার ম্যাচের সবগুলোতে জয়ী হয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
প্রতি দলের চার ম্যাচ করে লিগ-ভিত্তিক এ খেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পেয়েছে ১২ পয়েন্ট। ১০ পয়েন্ট পেয়ে প্রতিযোগিতায় রানারআপ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ৬ পয়েন্ট পেয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থান লাভ করে।
আজ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জিমন্যাসিয়ামে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন আন্তবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য আবুল হোসেন।
এ সময় উপ-উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধার নানা সীমাবদ্ধতার মাঝেও পরপর তিনবার চ্যাম্পিয়ন হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টিমকে অভিনন্দন। একই সাথে অংশগ্রহণকারী সব বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাচ্ছি।’
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বিটিসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন বিশ্বাস। বিশ্ববিদ্যালয়ের জিমন্যাসিয়ামের উন্নয়ন ও খেলাধুলার সুবিধার্থে দুটি টেবিল টেনিস বোর্ড উপহার দেওয়ার ঘোষণা দেন তিনি।
এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক জিএস ও বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য কে এম রাশেদুল হাসান মাসুম, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক সিফাতুল্লাহ, উপপরিচালক আজমল আমীন টুটুল এবং তিন দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজাররা উপস্থিত ছিলেন।
এবারের টুনার্মেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তারেক। এ ছাড়া চার ম্যাচে মোট ১৭০ স্কোর করে সর্বোচ্চ স্কোরারের পুরস্কার পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় শোয়েব।
এর আগে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার শেষ দিনে আজ সোমবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ৮৬-৫৯ পয়েন্টে পরাজিত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দিনের শেষ খেলায় বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ১১০-৬৪ পয়েন্টে হারায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।