বরগুনায় যুগান্তর প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি
বরগুনার আমতলীতে আওয়ামী লীগ নেতার হাতে এক পৌর কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার ঘটনায় সংবাদ পরিবেশনের পর দৈনিক যুগান্তরের বরগুনা প্রতিনিধি বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আনোয়ার হোসেন মনোয়ারকে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
গত সোমবার দুপুরে একটি অপরিচিত মুঠোফোন নম্বর (০১৯১২৯২৪৪৪২) থেকে আমতলী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আমতলী পৌরসভার প্যানেল মেয়র জি এম মুছার পরিচয়ে এ হুমকি দেয় দুর্বৃত্তরা। পরে বরগুনা প্রেসক্লাবের পক্ষ থেকে জি এম মুছার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এ ঘটনায় মঙ্গলবার রাতে বরগুনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং১০৩০/১৯-০৫-১৫) করা হয়েছে।
অন্যদিকে বরগুনার প্রবীণ সাংবাদিক আনোয়ার হোসেন মনোয়ারকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে বরগুনা প্রেসক্লাব, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতাসহ স্থানীয় সচেতন মহল।
গত ১১ মে বরগুনার আমতলী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মামুনুর রশীদকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র জি এম মুছা। এ সময় আমতলী পৌরসভায় উপস্থিত ছিলেন জি এম মুছার বাবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম দেলোয়ার হোসেন। এ ঘটনায় ‘আ. লীগ নেতা পিতা-পুত্রের হাতে আমতলী পৌরসভার কর্মকর্তা লাঞ্ছিত’ শিরোনামে গত ১৩ মে দৈনিক যুগান্তরে আনোয়ার হোসেন মনোয়ারের পাঠানো একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদন প্রকাশের পাঁচ দিন পর গত ১৮ মে বিকেল ৩টার দিকে আনোয়ার হোসেন মনোয়ারের মোবাইল ফোনে ফোন করে জি এম মুছার পরিচয় দিয়ে অকথ্য ভাষায় গালাগালির পর তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।