বাংলাদেশ স্টকহোম জুনিয়র ওয়াটার প্রাইসের পুরস্কার প্রদান
গতকাল শুক্রবার, ২২ মে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এআরআই-আইটিএন ভবনে হয়ে গেল ‘বাংলাদেশ স্টকহোম জুনিয়র ওয়াটার প্রাইস-২০১৫’ জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা।
বাংলাদেশ হাউস অব ভলান্টিয়ার এবং ওয়াটারএইড বাংলাদেশের যৌথ উদ্যোগে বাংলাদেশে এই প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক পানি সপ্তাহ-২০১৫’ সামনে রেখে সারা দেশ থেকে স্কুল ও কলেজ পর্যায়ের অসংখ্য শিক্ষার্থীর অংশগ্রহণে পানিবিজ্ঞান বিষয়ের ওপর উপস্থাপিত ৩১টি থেকে বাছাই করা ১৫টি প্রজেক্ট জাতীয় পর্যায়ের চূড়ান্ত এ আয়োজনে অংশগ্রহণ করে।
চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, নটর ডেম কলেজ, নারিন্দা গভ. হাই স্কুল, সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজসহ দেশের স্বনামধন্য ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। জাতীয় পর্যায়ের আয়োজনে প্রজেক্ট চূড়ান্তকরণের মূল জুরি বোর্ডে সাতজন বিচারক ছিলেন, যাঁরা অংশগ্রহণকারী দলের প্রজেক্ট পেপার, পোস্টার এবং প্রজেক্ট উপস্থাপনার ভিত্তিতে মূল্যায়ন করে চূড়ান্তভাবে একটি দল বাছাই করেন।
অংশগ্রহণকারী প্রতিটি দল দিনব্যাপী দর্শনার্থীর সামনে নিজেদের প্রজেক্ট উপস্থাপন করে। অনুষ্ঠানের পুরস্কার বিতরণী পর্যায়ে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর খালেদা একরাম। বিজয়ী দলের সদস্যদের ক্রেস্ট এবং মেডেল প্রদান করেন তিনি। এ ছাড়া জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী প্রতিটি দলের সদস্যকে মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয়।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখার জামান, ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. খাইরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাউস অব ভলান্টিয়ার ফাউন্ডেশনের সভাপতি মো. আহসানউল্লাহ খান।
‘বাংলাদেশ স্টকহোম জুনিয়র ওয়াটার প্রাইস’ বিজয়ী দল আগামী ২২ থেকে ২৭ আগস্ট সুইডেনের স্টকহোমে আন্তর্জাতিক আয়োজনে আরো ৩১টি দেশ থেকে আসা অসংখ্য প্রতিযোগীর সঙ্গে অংশ নেবে মূল প্রতিযোগিতায়। আয়োজকরা জানান, পরবর্তী সময় থেকে প্রতিবছরই তরুণদের অংশগ্রহণে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।