মংলায় দুর্ঘটনার কবলে বাস, নিহত ১
মংলায় বাস দুর্ঘটনায় একজন নিহত ও ১৪ জন আহত হয়েছে। আজ সোমবার সকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার চাঁদেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মাসুদ শেখ (২২)। তিনি মংলা বন্দর এলাকার বাসিন্দা। ওই বাসের ১৪ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ফরাজী জানান, ঢাকা থেকে মংলার উদ্দেশে ছেড়ে আসা পর্যটক পরিবহনের একটি বাস বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চাঁদেরহাট সেতুর কাছে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর একপাশে কাত হয়ে যায়। এ সময় বাসের ১৫ যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে মাসুদ নামের এক যাত্রীর মৃত্যু হয়।