নজরুল এখন বিশ্বের কবি : গওহর রিজভী
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির বাল্যস্মৃতি-বিজড়িত ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর নজরুল একাডেমি মাঠে তিন দিনব্যাপী জন্মজয়ন্তীর অনুষ্ঠান শুরু হয়েছে।
আজ সোমবার বিকেলে জন্মজয়ন্তীর প্রথম দিনের জাতীয় পর্যায়ের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান, পুলিশ সুপার মইনুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মতিন সরকার ও জাতীয় পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার সুরুজ আলী মণ্ডল। নজরুল স্মারক বক্তব্য দেন মুহম্মদ নুরুল হুদা। স্বাগত ভাষণ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান শাহীন।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি গওহর রিজভী বলেন, ‘নজরুল ছিলেন মানবতার কবি, অসাম্প্রদায়িক চেতনার কবি। সত্যিকারভাবে সমাজের, জাতি ও গোষ্ঠীর চারণকবি। তাঁর চার হাজার গান আমাদের সবচেয়ে বড় সম্পদ।
তিনি আমাদের ভাষাকে সমৃদ্ধ করেছেন। নজরুল শুধু বাংলাদেশের জাতীয় কবি নন, তিনি এখন বিশ্বের কবি। তিনি আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদকে আমরা যথাযথ ব্যবহার এখনো করতে পারছি না। সঠিক ব্যবহার করতে পারলে তাঁর বাণীই আমাদের বিশ্বে অন্যরকম উচ্চতায় নিয়ে যাবে।’
এর আগে গওহর রিজভী বেলুন ও পায়রা উড়িয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।
এদিকে তিনদিনব্যাপী উৎসবকে ঘিরে দরিরামপুর নজরুল একাডেমি মাঠে জেলা প্রশাসনের আয়োজনে বসেছে নজরুল বই ও গ্রামীণ মেলা। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।