তদন্ত কমিটি গঠন, ক্ষয়ক্ষতি নিরূপণ চলছে
বরগুনা পৌর সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য আজ মঙ্গলবার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকৌশলী মো. আবদুল্লাহকে প্রধান করে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী কমিশনার (ভূমি) মুহম্মদ ইব্রাহীম, সহকারী কমিশনার সাজেদুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক ও ফায়ার সার্ভিস বরগুনার উপসহকারী পরিচালক মনোরঞ্জন সরকার।
তদন্ত কমিটির সদস্য এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক জানান, আজ সকাল থেকেই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে তদন্ত কমিটি। এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্তদের চূড়ান্ত তালিকা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তার হাতে এসে পৌঁছায়নি।
প্রসঙ্গত, গতকাল সোমবার রাত সোয়া ১০টার দিকে বরগুনা পৌর সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দেড় শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। দেড় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।