ধর্মঘট প্রত্যাহার, সচল মংলা বন্দর
মংলা বন্দরে কাস্টমসের হয়রানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে চলা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ও সন্ধ্যায় খুলনা চেম্বার অব কর্মাসে বন্দর ব্যবহারকারীদের নিয়ে পৃথক বৈঠক শেষে আজ মঙ্গলবার থেকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।
মংলা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান হোসেন খান জানান, কাস্টমসের হয়রানি বন্ধে নতুন আল্টিমেটাম দিয়েই গত বুধবার শুরু হওয়া ধর্মঘট মঙ্গলবার সকাল থেকে প্রত্যাহার করা হয়েছে। আগামী ১১ জুনের মধ্যে মংলা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাইফুর রহমানকে প্রত্যাহার করা, হয়রানি বন্ধ এবং অন্যান্য দাবি মানা না হলে বন্দর ব্যবহারকারীরা বৃহত্তর কর্মসূচির ডাক দেবে।
বৈঠকে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ কর্মচারী ইউনিয়ন, স্টিভিডরস অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন ও নৌপরিবহন মালিক গ্রুপের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।
বন্দর ব্যবহারকারীরা সম্মিলিতভাবে ধর্মঘট প্রত্যাহার করে আজ সকাল থেকেই বন্দরের আমদানি-রপ্তানি, পণ্য বোঝাই-খালাস, পরীক্ষা-নিরীক্ষা, সরবরাহ ও পরিবহনের কাজ শুরু করেছে। ফলে গত বুধবার থেকে মংলা বন্দরের আমদানি-রপ্তানিতে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল তা স্বাভাবিক হতে শুরু করেছে।
গত বুধবার থেকে মংলা বন্দরে কাস্টমসের হয়রানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ধর্মঘট শুরু করেছিল সিঅ্যান্ডএফ কর্মচারী ইউনিয়ন।