ঠাকুরগাঁওয়ে চাল ক্রয়ের উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে সরকারিভাবে চাল ক্রয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় ঠাকুরগাঁও সদর এলএসডি খাদ্যগুদামে চাল ক্রয়ের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
এ উপলক্ষে জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশী, জেলা খাদ্য নিয়ন্ত্রক চৌধুরী মোস্তাফের হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকার প্রমুখ।
এ বছর ঠাকুরগাঁও সদর উপজেলায় প্রতি কেজি ৩২ টাকা দরে এক হাজার ৫০০ টন চাল কিনবে সরকার। চাল ক্রয় অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।