মেঘনা নদীতে নৌকাডুবিতে শিশুর মৃত্যু, নিখোঁজ ৬
নরসিংদীতে মেঘনা নদীতে নৌকাডুবিতে এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরো ছয় যাত্রী। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নরসিংদীর সীমান্তবর্তী বগারগুদ গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুটির নাম বায়েজিদ। শিশুটির বয়স ছিল দুই বছর।
পুলিশ জানায়, নরসিংদীর পুরানচর এলাকা থেকে ৫০-৬০ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী নৌকা বগারগুদ গ্রামে যাচ্ছিল। নৌকাটি বগারগুদ গ্রামের তীরবর্তী এলাকায় পৌঁছালে ঝড়ের কবলে পড়ে। এ সময় নৌকাটি মেঘনা নদীতে তলিয়ে যায়। নৌকার বেশির ভাগ যাত্রী সাঁতার দিয়ে তীরে উঠতে পারলেও ছয়জন নিখোঁজ রয়ে যায়।
এর মধ্যে শিশু বায়েজিদের লাশ উদ্ধার করে স্থানীয়রা। নরসিংদী জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের সন্ধানে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। রাত সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছায়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম জানান, নৌকাডুবিতে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আরো ছয় যাত্রী নিখোঁজ আছে বলে তিনি জানান।