লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
লক্ষ্মীপুর থেকে অস্ত্র ও গুলিসহ রিয়াদ হোসেন নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের গণেশ্যামপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, রিয়াদ দত্তপাড়া ও উত্তর জয়পুর ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অসংখ্য অভিযোগ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরের দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।